লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির পাত্রিশা গ্রামে অবস্থিত বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদুর রহমান। নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আমান সভা পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক জাহেদুল ইসলাম ও মোহাম্মদ মারুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাইছার হামিদ তুষার, বিদ্যালয়ের দাতা সদস্য রেজাউল বাহার রাজা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
