মো. আরকান, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিআরডিবি মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে এবং বিআরডিবির সরাসরি তত্ত্বাবধানে শুরু হওয়া প্রশিক্ষণে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আয়বর্ধনমূলক কাজ, সমিতি পরিচালনা, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু মোটাতাজাকরণ এবং সামাজিক সচেতনতা বিষয়ে।

প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালীন ভাতা ও উপকরণ সরবরাহের সুবিধা। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান এবং উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিআরডিবি।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবুজর গেফারী এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান।

বক্তারা বলেন, “এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং আত্মনির্ভরতা অর্জন ও স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।” প্রশিক্ষণার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিআরডিবির এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।