নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ২০০ বোতল (প্রায় বিশ লিটার) দেশীয় চোলাই মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

২৭ মে রাত ২টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর জলদাশ পাড়ায় কমল জলদাশের বাড়ির পাশের একটি বাগানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ওই গ্রামের মৃত ভাটিরাম জলদাশের ছেলে কমল জলদাশ (৪৫), হরিলাল জলদাশের ছেলে আশীষ জলদাশ (২৫) এবং মৃত তুফান জলদাশের ছেলে বাবলু জলদাশ (২০)।

ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।