এম. মনছুর আলম, চকরিয়া :

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলাতেও শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে আলোচনা সভা ও গণশুনানিতে পরিণত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল আমিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফ উদ্দিন, চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসী, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এ.এম ওমর আলী এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “ভূমি বিরোধ কমাতে সরকার নানা গণমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ভূমি সেবাকে ডিজিটালাইজড করা হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি কমছে এবং সেবা আরও সহজ হয়েছে। মানুষ যেন দালালের খপ্পরে না পড়ে, সেজন্য সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “ভূমি জটিলতার মূল কারণ হলো অজ্ঞতা ও অবহেলা। জমিতে সঠিকভাবে চাষাবাদ ও নিয়মিত ভূমি কর প্রদান করলে ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে হয় না।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, “ভূমি অফিসের দরজা সবার জন্য খোলা। সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব।”

মেলায় ভূমি পোর্টাল (land.gov.bd) সম্পর্কে ধারণা দেওয়া হয়। জানানো হয়, কীভাবে ই-নামজারি, অনলাইনে ভূমি কর প্রদান, ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ডাকযোগে মৌজা ম্যাপ সংগ্রহ এবং হটলাইন (১৬১২২)-এর মাধ্যমে অভিযোগ জানানো যায়।