আবুল কাশেম, রামু:
রামুতে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় রামু উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম।
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রাশেদুল ইসলাম বলেন, “ভূমি অফিসকে দালালমুক্ত করতে হলে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। দালালের শরণাপন্ন না হয়ে নিজের কাজ নিজেই করতে হবে। তবেই এই চক্রটি কার্যকরভাবে দমন সম্ভব হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব শুভ, সার্ভেয়ার মাহবুব আলম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেসমিন আক্তার, সেলিম উল্লাহ, আবুল কাসেম, আজিজ, হিরা পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে ভূমি সেবা গ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
