মো. আরকান, পেকুয়া:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. ইছা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও স্থানীয় জমির মালিকরা।
উদ্বোধনের আগে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, “মেলার উদ্দেশ্য হচ্ছে ভূমি-সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এখন নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।” তিনি আরও বলেন, “এতে জনভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে।”
মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
