নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় শনিবার (২৪ মে) সকাল থেকে রবিবার (২৫ মে) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত চারজনকে কর্ণফুলী থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত শরীফ আহমেদের ছেলে ফেরদৌস ওয়াহিদ (৬০), জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের ছেলে মো. হারুন (৪৫), শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জহুরুল আমিনের ছেলে মো. ইউনুস (৬৩) এবং চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩৬)।
পুলিশ জানায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এই মামলাটি রুজু করা হয়। তদন্তের স্বার্থে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
