সিবিএন ডেস্ক ;
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় ভূখণ্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) এবং মো. আজাদ হোসেন (২৬)। তারা উভয়েই খাদলা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা গুলি চালালে তারা গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
সীমান্তে বিএসএফের এ ধরনের গুলি চালানোকে সীমান্ত আইন ও আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এ ধরনের ঘটনা দুদেশের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে এবং সীমান্তে বসবাসরত নিরীহ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা ও সচেতন নাগরিক সমাজ।
