রামু সংবাদদাতা:
রামু থানার উখিয়ারঘোনা জঙ্গল গর্জনিয়া এলাকায় সরকারি বনায়ন ও লেবু বাগান কেটে সাবাড় করে ফেলা হয়েছে। অবৈধভাবে দখল করে নিয়েছে প্রায় তিন একর সরকারি বনভূমি।

স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কবির আহমদের নেতৃত্বে একটি দখলবাজচক্র ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, বিস্তীর্ণ বনভূমিজুড়ে দখলবাজির চিত্র। সরকারি বনভূমি যেন এখন পৈত্রিক সম্পত্তি।

স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, দখলবাজরা পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের বিশ্বস্ত। তারা অনেক বছর ধরে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। সরকারি বনভূমি নিজের মতো করে বেচা বিক্রি করে থাকে। অবৈধ পাহাড়-কর্তন, বালু উত্তোলনের সঙ্গে হাত রয়েছে এই চক্রের।

দীর্ঘ অনেক বছরের বনায়ন ধ্বংস করে দখলবাজের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।

তবে বন বিভাগ বলছে, উখিয়ারঘোনা একটি ভয়ানক এলাকা। স্বল্প জনবল নিয়ে অভিযান চালানো কঠিন। এরপরও খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।