আবুল কাশেম, রামু;
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ছাগলিয়াকাটা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতের স্ত্রী তৌহিদা বেগম জানান, তার স্বামী নুরুল আবছার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাগলিয়াকাটা ফুটবল মাঠের সামনে পৌঁছালে স্থানীয় ৮–১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। অভিযুক্ত মতিউর রহমানের নেতৃত্বে হামলাকারীরা ধারালো দা দিয়ে নুরুল আবছারের মাথা ও পায়ে আঘাত করে, এতে তিনি রক্তাক্ত জখম হন। এসময় তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
হামলার খবর পেয়ে আহতকে উদ্ধার করতে গেলে তৌহিদা বেগম ও তার শাশুড়িকেও গালিগালাজ করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত নুরুল আবছারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
তৌহিদা বেগম আরও জানান, তার শ্বশুর পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পূর্বেও একবার হামলার ঘটনায় নুরুল আবছারের মায়ের হাতের কব্জি কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নুরুল আবছারের পক্ষ থেকে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, এজাহারভুক্ত ১০ জন আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
