জাহেদুল ইসলাম, লোহাগাড়া:

প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন চুনতি বনাঞ্চল পুনরুদ্ধার সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

তিনি বলেন, “চুনতি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বনাঞ্চল। এটি দেশের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদের ভান্ডার। জনমত গড়ে তুলে এই বন উদ্ধার করা সম্ভব বলে আমরা আশাবাদী।”

শনিবার (২৪ মে) দিনব্যাপী লোহাগাড়া উপজেলা সদরস্থ মাশারী রেস্টুরেন্টের হলরুমে ‘চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ’-এর উদ্যোগে আয়োজিত “চুনতি বনাঞ্চলের বন পুনরুদ্ধার” শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ড. মোল্যা রেজাউল করিম আরও জানান, বন উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, “বনের ভেতরে কোনো পানের বরজ, কৃষি খামার কিংবা আকাশমণি গাছ থাকবে না। মূলত বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ ও সীমানা নির্ধারণই এই কর্মশালার মূল উদ্দেশ্য।”

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মুহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী বন সংরক্ষক (পদুয়া) মো. দেলোয়ার হোসেন।
কর্মশালাটি পরিচালনা করেন পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক।