নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সাড়ে তিন বছর বয়সী জমজ দুই ভাই আদিল হোসেন ও আবির হোসেনের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২ নং ওয়ার্ডের হরিদার ঘোনা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকার আজিজুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ।

তিনি বলেন, আদিল ও আবির জমজ দুই ভাই। সকালে খেলার সময় তারা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। এরপর উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।