সংবাদ বিজ্ঞপ্তি
সম্প্রতি ২০ মে নাইক্ষ্যংছড়িতে অনুষ্ঠিত একটি নিলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অগ্রযাত্রা’ নামক একটি পেইজে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
যথাযথ নিয়ম অনুসরণ করে বিজিবি কর্তৃক জব্দকৃত গরু, সুপারি ও অন্যান্য পণ্য মোট ১ কোটি ৫ লাখ ৪২ হাজার ৭৯৬ টাকায় নিলামে বিক্রি করা হয় এবং উক্ত অর্থ ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কিন্তু সংশ্লিষ্ট ফেসবুক কন্টেন্টে দাবি করা হয়েছে যে নিলামে প্রাপ্ত অর্থ মাত্র ৯৩ লক্ষ টাকা, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উক্ত পোস্টে প্রকাশিত ছবি ও অন্যান্য তথ্যে অসংখ্য গড়মিলও পরিলক্ষিত হয়।
এছাড়া, ‘রাজস্ব ফাঁকি ও সিন্ডিকেটের সাথে যোগসাজশের’ যে অভিযোগ তোলা হয়েছে, তা হাস্যকর এবং আইন অবমাননার শামিল। কারণ, বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় নিলামের সকল কার্যক্রম প্রকাশ্যেই সম্পন্ন হয়—এখানে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই।
তদ্ব্যতীত, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ‘টোল-ট্যাক্স’ ইজারা ৬০ লক্ষ টাকায় দেওয়া হয়েছে—এমন দাবি-ও সম্পূর্ণ মিথ্যা। এটি প্রমাণ করে, উক্ত কন্টেন্টটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। কারণ, কাস্টমস কর্তৃপক্ষের টোল-ট্যাক্স ইজারা দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই দায়িত্ব সম্পূর্ণরূপে উপজেলা প্রশাসনের।
অতএব, এ ধরনের নিন্দনীয় অপপ্রচারে প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
– প্রতিবাদকারী
মিজানুর রহমান
সহকারী রাজস্ব কর্মকর্তা
উখিয়া ঘাট কাস্টমস স্টেশন
(বালুখালী চেকপোস্ট ও শুল্কগুদাম), উখিয়া, কক্সবাজার।
