সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন।

বন বিভাগ জানায়, সংরক্ষিত রিজার্ভ বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ‘চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯’ নম্বরের ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সহকারী বন সংরক্ষক শাহিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সংরক্ষিত বন রক্ষায় অবৈধ দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।