বার্তা পরিবেশক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বিভক্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ বলেন, পূজা উদযাপন পরিষদ একটি গঠনতান্ত্রিক সংগঠন, যার কেন্দ্রীয় কমিটির অধীনে সারাদেশে কমিটি রয়েছে। জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত এসব কমিটি নিয়মিত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়।

তারা অভিযোগ করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি পরিমল কান্তি শীল পরিকল্পিতভাবে পূজা পরিষদকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে মহেশখালী পৌর পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং আগামী ২৪ মে অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠান বানচালের চেষ্টাও চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টাও করা হচ্ছে। জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।