মো. আরকান, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় অনলাইন জুয়া প্ল্যাটফর্ম 1xbet-এ অংশ নেওয়ার অভিযোগে মো. ইমরান (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার মো. হাসেম ওরফে হাছুমিয়ার ছেলে এবং পেকুয়া বাজারের একজন মাছ ব্যবসায়ী।

শুক্রবার (২৩ মে) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। শুনানি শেষে ইমরানকে বাঙীয় প্রকাশ্যে জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় জড়িত ছিলেন। 1xbet প্ল্যাটফর্মে তিনি অন্তত ৩৮টি বাজিতে অংশ নেন এবং আনুমানিক ৬৩ হাজার টাকার লেনদেন করেন। প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছানোর পর তাকে নজরদারিতে রাখা হয় এবং অপরাধ প্রমাণিত হলে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী বলেন, “আমরা অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। ইমরান প্রকাশ্যে জুয়া আইনের লঙ্ঘন করেছেন—যা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এই রায়কে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের শাস্তি অন্যদের জন্য সতর্কবার্তা হবে এবং সমাজকে জুয়া নামক সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।