নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় মো. সাহেদ (৩৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার ছোট ভাই ও ভাবি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি, রোড-০২ এর একটি ভবনের চতুর্থ তলায় এই হত্যাকাণ্ড ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের মৃত আবু আসলাম ভূঁইয়ার মেয়ে তাসমিন বিনতে আসলাম ওরফে ওহি (২৬) এবং একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে মো. জাহেদ (২৭)। তারা বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ওহি ও জাহেদ মিলে সাহেদকে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাহেদ একই এলাকায় বসবাস করতেন এবং অভিযুক্তদের রক্তসম্পর্কীয় আত্মীয় বলে জানা গেছে।
ওসি বলেন, “হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। বিস্তারিত পরে জানানো হবে।”
