মো. আরাফাত সানি, টেকনাফ
দীর্ঘদিন ধরে নির্বাচন ও কমিটি ছাড়া পরিচালিত হওয়া টেকনাফ প্রেস ক্লাবের সংস্কার, সদস্য হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুর ২টায় প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা হয়।
সভায় কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিনিধি ও দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামসুল হক শারেকের দিকনির্দেশনায় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদকে আহ্বায়ক, সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং সাইফুল ইসলাম সাইফীকে সদস্য সচিব করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী। প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক শারেক বলেন, “গঠনমূলক সংস্কার ও গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা রক্ষায় একটি নিয়মতান্ত্রিক নির্বাচন সময়ের দাবি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেতার প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময়ের কণ্ঠস্বরের গিয়াস উদ্দিন ভুলু, যুগান্তরের নাছির উদ্দিন রাজ, যায়যায়দিনের আরাফাত সানি, এনসিপির নোমান অরুপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রহমান, সাফুল ইসলাম ও আতিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জিয়াবুল হক (সুপ্রভাত বাংলাদেশ), জাকারিয়া আলফাজ (কালের কণ্ঠ), আবছার কবির আকাশ (মোহনা টিভি), শাহ আলম বিপ্লব (দৈনিক সংবাদ), আমিনুল ইসলাম বাঁধন (জনকণ্ঠ), সাইফুদ্দিন আল মোবারক (ঢাকা টাইমস), রহমত উল্লাহ (মাল্টিমিডিয়া), হাবিবুর রহমান (দৈনিক বায়েজিদ), শেখ রাসেল (সময় আলো), এস এন কায়সার জুয়েল (ভোরের সময়), সাইফুল ইসলাম (দৈনিক বুলেটিন), এম এ হাছান (দৈনিক সৈকত), মোহাম্মদ শহিদুল্লাহ (দৈনিক সমাচার), আনোয়ার হোসেন (প্রতিদিনের চিত্র) প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইব্রাহিম মাহমুদ এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন নোমান হাশেমি।
সভা শেষে নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “গঠনমূলক সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় আমরা দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই।”
সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী বলেন, “দীর্ঘদিন কমিটি না থাকায় ক্লাবের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আমরা গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে যাব।”