আবুল কাশেম, রামু;
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর উদ্যোগে কক্সবাজারের রামু উপজেলায় শিশু অধিকার ও দায়িত্ববাহকদের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণমূলক সার্ভের ফলাফল উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) রামুর হিমছড়ি কনফারেন্স রুমে দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য, সিএলএর নারী সদস্য এবং যুব প্রতিনিধিরা।
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শিশুদের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে এ সার্ভে পরিচালনা করা হয়। সার্ভের মাধ্যমে সংগৃহীত তথ্য শিশু সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
কর্মশালার উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। সার্ভের ফলাফল উপস্থাপন করেন কনসালটেন্ট প্রতিনিধি প্রিতম কুমার সাহা। DSK-এর প্রধান কার্যালয় থেকে বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক প্রদীপ কুমার রায়।
কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন। প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী।
আলোচনায় অংশগ্রহণ করেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ, সিনিয়র সাইকোলজিস্ট সোয়াইব হোসেন, টেকনিক্যাল ম্যানেজার চঞ্চলা পাল (আত্ম-সহায়ক দল), ও শফিকুল ইসলাম (সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ)।
এই আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করেন প্রকল্পের সহকর্মী অমিত চন্দ্র সরকার, ফাইজা সাদিয়া ও রিয়াজ উদ্দিন।
কর্মশালাটি শিশু অধিকার সুরক্ষায় দায়িত্ববাহকদের ভূমিকা জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।