আজিজুর রহমান রাজু,  ঈদগাঁও;

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার শাহ্ ফকিরা বাজারে নির্মিত হয়েছে ঈদগাঁওর প্রথম পাবলিক টয়লেট। মাছ বাজার সংলগ্ন স্থানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়।

সোমবার (২০ মে) সকালে ফিতা কেটে টয়লেটটির উদ্বোধন করেন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওবায়দুল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পাবলিক টয়লেটে নারী ও পুরুষের জন্য পৃথক শৌচাগার এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে নির্মিত সহজপ্রবেশযোগ্য ব্যবস্থা রাখা হয়েছে।

বাজার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (সুনামিয়া) বলেন, “এটি শুধুমাত্র একটি শৌচাগার নয়, এটি মানুষের স্বাস্থ্য ও সম্মানের সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি দীর্ঘস্থায়ী হবে বলে আমরা আশা করি।”

সমিতির সদস্য তৈয়ব জালাল বলেন, “এতদিন শৌচাগারের অভাবে সবাইকে ভোগান্তি পোহাতে হতো। এখন নারী, পুরুষ ও প্রতিবন্ধী সবাই এই সুবিধা ভোগ করতে পারবেন। একটি আদর্শ বাজার গঠনে শৌচাগারের গুরুত্ব অপরিসীম।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ৬নং ওয়ার্ডের এমওইউ সাহাব উদ্দিন, বাজার জমিদার মুজাহের আহমেদ, নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, সোহেল, আলমসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে এই পাবলিক টয়লেট বাজারে আগত সকলের জন্য দীর্ঘদিন সেবা প্রদান করবে।