বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন খায়ের উদ্দিন (৪০), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাসিনারমারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার আলতাফ আহমদ চৌধুরীর ছেলে এবং আহত খায়ের উদ্দিন একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
ঘাতক সাজ্জাদ হোসেন সুজন (৩৬), হাসিনারমারকাটার বাসিন্দা ও জয়নাল আবেদীন ওরফে রাজা মিয়ার ছেলে। ঘটনার পর দুপুর ২টার দিকে তাকে আটক করেছে পুলিশ।
নিহতের ফুফাতো ভাই শাহাদাৎ হোসেন জানান, সকালে বাজার শেষে বাড়ি ফেরার পথে সাজ্জাদ হোসেন সুজন ধারালো ছুরি দিয়ে আরিফ ও খায়ের উদ্দিনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফ, আর গুরুতর আহত অবস্থায় খায়েরকে হাসপাতালে নেওয়া হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ম্যাগডালিন খকসী আরিফকে মৃত ঘোষণা করেন। আহত খায়ের উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহত আরিফ ও ঘাতক সুজনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও সুজন তা মানতে অস্বীকৃতি জানায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এসআই হান্নানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশে বুকে ও নাভির পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেন সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।