আজিজুর রহমান রাজু, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভাদিতলা এলাকায় খালের পানিতে ডুবে মরিয়ম নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম ওই এলাকার ফরিদুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার (১৯ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খননকৃত ভাদিতলা খাল থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতের পরিবার জানায়, বাড়ির আশপাশে খেলতে খেলতে কোনো একসময় খালে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, “আমরা খবর পেয়েছি, একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”
শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে খাল, পুকুর ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।