টেকনাফ সংবাদদাতা ;

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বটতলী বাজার এলাকার নিজ বাড়ি থেকে শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মিনারার ঘরের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে তার বড় ভাই মোহাম্মদ ইলিয়াসকে ফোন দেওয়া হয়। পরে ইলিয়াস ও স্বজনেরা এসে দরজায় তালা দেখতে পান, যা স্বামী ইব্রাহিম খুলে দিয়ে চার সন্তান নিয়ে পালিয়ে যান।

নিহতার পরিবারের দাবি, ২০১৪ সালে ইব্রাহিমের সঙ্গে মিনারার বিয়ে হয়। সংসারে চার ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মিনারার ওপর চাপ দিতে থাকেন ইব্রাহিম। মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের হুমকিও দিতেন।

নিহতার বড় ভাই মো. ইলিয়াস অভিযোগ করেন, যৌতুকের দাবিতে টাকা না পেয়ে মিনারাকে হত্যা করা হয়েছে। পরে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, “রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিহতার স্বামী মো. ইব্রাহিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।