বৃহত্তর সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। মোট ৩০৬ জন ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ ১৫ বছর পর স্বৈরাচারী শাসনের অবসানে এটি ছিল প্রথম স্বতঃস্ফূর্ত ভোটার অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন। সভাপতি, সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট হাসান।
ঘোষিত ফলাফলে শাহা আলম সভাপতি পদে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্পাদক পদে সর্বোচ্চ ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শাহাজাহান।
যারা নির্বাচিত হলেন:
সভাপতি: শাহা আলম (১৮০)
সহ-সভাপতি: আবুল কালাম (১৭৯), মো. আবু তাহের (১৬৪)
সাধারণ সম্পাদক: মোহাম্মদ শাহাজান (২২৪)
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল মালেক (১৯০)
সহ সাধারণ সম্পাদক: মো. রফিক (১৭৫)
অর্থ সম্পাদক: মোহাম্মদ এরশাদ (১৯৮)
সহ অর্থ সম্পাদক: রেজাউল করিম (১৪৯)
দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মো. মিজানুর রাশেদ (১৭৭)
ধর্ম বিষয়ক সম্পাদক: হাজী মো. আমিনুর রহমান (১৩০)
সদস্য: মো. নজরুল ইসলাম (২০০), আব্দুল্লাহ আল দানু (১৯১), ছেয়দ আলম ডালিম (১৬৭), মো. আব্দু শুক্কুর (১৬৫), হামিদ হোসেন (১৩০)
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম ও থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন।
উপদেষ্টা হিসেবে নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মোস্তাফা, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট হাসান, মুবিনুল হক, মনিরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।