উখিয়া সংবাদদাতা ;

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম (৩২) কে আটক করেছে এপিবিএন সদস্যরা। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

নিহত রেহেনা আক্তার (২৯) উখিয়ার ক্যাম্প-১৯-এর এ-৭ ব্লকের বাসিন্দা আবু সাদেকের মেয়ে। তার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

তিনি জানান, স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম ছুরিকাঘাত করলে রেহেনা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে শুনেছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে আমাদের সমাজে অপরাধীরা সহজেই আইনের ফাঁকফোকর দিয়ে ছাড়া পেয়ে যায়, এজন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।”

এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি আরও জানান, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।