আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ায় সামাজিক অবক্ষয় রোধ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, আলেম-ওলামা, সমাজের সর্দার, তরুণ ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুর রহমান রাজু।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুনায়েদ উল্লাহ জুয়েল। আলোচনা সভায় অংশ নেন এলাকার আলেম-ওলামা, স্থানীয় সমাজসেবক, সর্দার ও যুব সমাজের সক্রিয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আজকের যুবসমাজ নানামুখী সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদক, অনলাইন জুয়া, বিয়েতে অশ্লীলতা এবং যৌতুক প্রথা সমাজে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। এই অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে ডিজে গান, নাচ ও অপসংস্কৃতি বন্ধ করতে হবে। ইসলাম ধর্মে যৌতুক সম্পূর্ণ নিষিদ্ধ। এই ব্যাধি দূর করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ালে মাদক ও জুয়ার প্রতি আসক্তি হ্রাস পাবে।
সভা শেষে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয় যারা গজালিয়ার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং ইসলামি ও সামাজিক মূল্যবোধ রক্ষায় কাজ করবে। স্থানীয়দের মতে, এ ধরনের সভা নিয়মিত আয়োজন করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।