মো. আরকান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে রাজাখালী সবুজবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শাহাব উদ্দিন (৪৫), তিনি রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
পেকুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আপ্যায়ন বড়ুয়া ও জুয়েল বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “শাহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতের ৩ বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”