নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনই চলমান নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চান্দগাঁও হামিদচর এলাকার মৃত শেখ আহমেদের ছেলে মো. দিদার (৩২), কক্সবাজার মহেশখালীর আরমান ওরফে ছনু মিয়া (২৫), বর্তমানে হামিদচর এলাকায় বসবাসরত; নোয়াখালীর শাহ আলমের ছেলে মো. সাকিব (২৩), বর্তমানে বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত; কক্সবাজারের বধু মিয়ার ছেলে আব্দুল খালেক (৩৮) এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার আবুল বশরের ছেলে সাইদুল ইসলাম (২৪)।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।