সিবিএন ডেস্ক ;
চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তিনি ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুদিনের প্রত্যাশিত এই সেতু নির্মাণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ১৯৩১ সালে নির্মিত বর্তমান সেতুটির মেয়াদ বহু আগেই শেষ হয়েছে। নতুন সেতুর নির্মাণকাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু করার পরিকল্পনা রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি নির্মিত হলে চট্টগ্রামবাসীর বহুদিনের দুর্ভোগের অবসান ঘটবে।”
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর।