সিবিএন ডেস্ক ;

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের নিচে অভিযান চালিয়ে হ্যান্ড গ্রেনেড, গ্রেনেড লঞ্চারের গোলা ও গোলাবারুদ জব্দ করেছে র‍্যাব-১৫। এসব বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ সূত্র জানায়, গত ১১ মে রাতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত ক্যাম্প (নং-২৭) সংলগ্ন পাহাড়ি এলাকায় বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেড, একটি ৪০ মিমি এজিএল (এইচই), ছয়টি মিস ফায়ার্ড অ্যামুনেশন এবং পাঁচটি স্নাইপারের ব্যবহৃত কার্টিজ কেস জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আদালতের নির্দেশে ১৩ মে দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষায়িত টিম (জিএস ব্রাঞ্চ, রামু) ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড গ্রেনেড ও এজিএল গোলাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে টেকনাফে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযানের কারণে সন্ত্রাসীরা এসব বিস্ফোরক দ্রব্য ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।