মো: আরকান, পেকুয়া;

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সায়েদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ পূর্ব গোঁয়াখালী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা সায়েদকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পরও তার কোনো সন্ধান মেলেনি। বিকেলের দিকে বাড়ির সামনের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে তার মা বেবী আক্তার ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।