নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ক্ষতিকর রাসায়নিক (অ্যামোনিয়া) ব্যবহার করার দায়ে এক বেকারী ও একটি খাবার হোটেলের মালিককে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী উপস্থিত ছিলেন।

অভিযানে সুচিন্তা দাশের মালিকানাধীন মদিনা বেকারিকে ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া ব্যবহারের দায়ে ৮ হাজার টাকা এবং ছিদ্দিক আহমদের মালিকানাধীন একটি খাবার হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে এই জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”