সিবিএন ডেস্ক

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দলটির নিবন্ধন দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১১ মে) সকালে নিজের দলীয় ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, “বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই, সরকারকেও সাধুবাদ। দ্রুত সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে সংগ্রাম অব্যাহত থাকবে।”

তিনি অভিযোগ করেন, “সারা দেশে যারা ফ্যাসিস্ট গণহত্যায় জড়িত ছিল, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের উচিত, এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া।”

এর আগে গত শুক্রবার (০৯ মে) ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির সময় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “শাহবাগের অবস্থান চলবে। দলমত নির্বিশেষে জুলাই ইস্যুতে সবাইকে এক হতে হবে। সিদ্ধান্তে বিলম্ব হলে দেশব্যাপী আন্দোলন ঢাকায় ছড়িয়ে পড়বে।”

তিনি বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবতা বিরোধী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এজন্য বাংলাদেশপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”