চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়ার চরে প্রস্তাবিত নতুন টার্মিনাল প্রকল্পে ৮০ কোটি ডলার (প্রায় ৮০০ মিলিয়ন) বিনিয়োগ করবে নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত বন্দর অপারেটর এপিএম টার্মিনালস।

বৃহস্পতিবার (৮ মে) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের জানান, এপিএম টার্মিনালস একটি স্টেট-অফ-দ্য-আর্ট, পরিবেশবান্ধব ‘গ্রিন পোর্ট’ গড়তে চায়। পুরো বিনিয়োগই সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসেবে আসবে; সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।

আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশে প্রকৃত এফডিআই এখনও কম—সাধারণত বছরে ৪০০ থেকে ৭০০ মিলিয়নের মধ্যে সীমাবদ্ধ। এমন একটি প্রকল্পে ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসা দেশের অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতার জন্য বড় অর্জন হবে।”

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “বাংলাদেশকে ‘গ্লোবাল ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তুলতে হলে উন্নত পোর্ট ক্যাপাসিটি অত্যন্ত জরুরি। তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে উৎপাদন খাতকে সম্প্রসারণ করতে হবে এবং এর জন্য আধুনিক বন্দর অবকাঠামো অপরিহার্য।”

তিনি আরও বলেন, “দেশে মাত্র পাঁচ-ছয়টি কার্যকর পোর্ট রয়েছে। আন্তর্জাতিক মানের বন্দর পরিচালনার জন্য এপিএম-এর মতো বিশেষজ্ঞদের দরকার। তারা বিশ্বের বিভিন্ন দেশে ৬০-৭০টির বেশি পোর্ট পরিচালনা করে। অথচ আমাদের দেশে এখনো তাদের নিরাপত্তা নিয়ে সন্দেহ করা হয়, যা অযৌক্তিক।”

নৌঘাঁটির নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ নৌবাহিনী দক্ষতার সঙ্গে আমাদের সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করছে। জাতীয় স্বার্থ ও বাণিজ্যিক স্বার্থ তারা সঠিকভাবে রক্ষা করতে সক্ষম।”

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।