চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের হালিশহর থানার ডগির খাল এলাকা থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

অভিযানে ১ হাজার ৫৬টি ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১ হাজার ১৬১ বোতল বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে ডগির খাল এলাকায় মাদক পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে একটি ডেনিশ বোট থেকে কয়েকজন সন্দেহভাজনকে বস্তা নামাতে দেখা যায়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পাশের প্যারাবনের ভেতর পালিয়ে যায়।

কোস্ট গার্ডের পিও আমিনুল ইসলাম বলেন, “কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

চট্টগ্রাম উপকূল এলাকায় মাদক চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।