চট্টগ্রাম সংবাদদাতা ;
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সামাজিক সংগঠন Manush-মানুষ আয়োজন করে একটি ব্যতিক্রমী মানবিক কার্যক্রম, যার মূল লক্ষ্য ছিল শ্রমজীবী মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো।
সন্ধ্যার দিকে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের মাঝে খাবার ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন। শুধু বিতরণেই সীমাবদ্ধ না থেকে তারা শ্রমিকদের জীবনের গল্প শোনেন, তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন এবং এক আন্তরিক মানবিক সংলাপ গড়ে তোলেন।
এর আগেও Manush-মানুষ সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ঈদে তারা সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে। এছাড়া সিলেট ও ফটিকছড়ির বন্যা পরিস্থিতিতে সংগঠনটি দুর্গতদের পাশে দাঁড়ায় ত্রাণসামগ্রী নিয়ে।
সংগঠনের এক স্বেচ্ছাসেবক জানান, “আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় অনুশীলন। আগামীতেও আমরা আমাদের সাধ্যানুযায়ী এই পথেই এগিয়ে যেতে চাই।”
Manush-মানুষ–এর এই সবুজ চিন্তা ও মানবিক উদ্যোগ প্রমাণ করে—সমাজ বদলায় তরুণদের হাত ধরে, হৃদয় দিয়ে।
