টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসার গোপন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির বিভিন্ন টহলদল নাফ নদী ও তীরবর্তী এলাকায় সতর্ক অবস্থান নেয়।
একপর্যায়ে নদী সাঁতরিয়ে তীরে উঠার সময় এক পাচারকারীকে আটকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে আরেকটি অভিযানে নাফ নদীতে নজরদারি বাড়ানো হয়। এতে বিজিবি সদস্যরা দেখতে পান, মিয়ানমার থেকে একটি সন্দেহজনক নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করছে। বিজিবি চ্যালেঞ্জ করলে পাচারকারীরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল নৌকাটি উদ্ধার করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। তল্লাশির সময় নৌকার পাটাতনের নিচে লুকানো অবস্থায় আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।