নিজস্ব প্রতিবেদক:
সমুদ্র নগরী কক্সবাজারের সর্বপ্রথম জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কক্সবাজার নিউজ – সিবিএন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্যাসিফিক বীচ লাউঞ্জে অনুষ্ঠিত পুনর্মিলনীতে আনন্দ আর উল্লাসে মাতোয়ারা ছিলেন সিবিএন পরিবারের সদস্যরা।

শনিবার দুপুর থেকে অনুষ্ঠান ভেন্যুতে আসতে থাকেন সিবিএনের সংবাদকর্মীরা। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন সহকর্মীরা। জানানো হয় ঈদ শুভেচ্ছা ও উষ্ণ সম্ভাষণ।

পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে সিবিএন সম্পাদক অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী বলেন, সিবিএন কক্সবাজারের গণমানুষের কণ্ঠস্বর। প্রতিষ্ঠাকাল থেকেই সিবিএন সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থেকেছে।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সিবিএনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমাদের সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাদের সব অফাতরতা ভেসে যায়।

বার্তা সম্পাদক ইমাম খাইরের সভাপতিত্বে পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন, মুনতাহা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এসএম মোর্শেদ আলম, মেগা মার্টের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ও আইডিয়াল প্রিন্টার্স এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলম মাসুদ। তারা বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য
সিবিএনের প্রশংসা করে বক্তব্য রাখেন।

বিশেষ প্রতিবেদক এমএ আজিজ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে সিবিএন পরিবারের সদস্যরা অনুভূতির কথা তুলে ধরেন।

সিবিএন সংবাদকর্মীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় ইভেন্টে ক্রিড়া প্রতিযোগিতা সবার মাঝে যেন ফিরিয়ে এনেছে ঈদ আনন্দ।

মধ্যাহ্নভোজ, গল্প, আড্ডা, আলোচনার পর পেশাগত অবস্থানের জন্য চকরিয়ার মনসুর আলম রানা, রামুর আবুল কাশেম, টেকনাফের আব্দুস সালাম, ইংরেজি প্রতিবেদক এডভোকেট শওকত ওসমান ও প্রতিবেদক মোঃ আরিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিবিএন পরিবার।

এছাড়া মার্চের সেরা পারফর্মার হিসেবে ক্যামেরা পারসন মো. ইমরান হোসাইনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷

সব শেষে ক্রীড়া প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

ঈদ পুনর্মিলনীতে কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলা মিলে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।