মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সাবেক উপপরিচালক (ডিডিএলজি) শ্রাবস্তি রায় (১৫৭৬৬) উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের সাবেক ডিডিএলজি শ্রাবস্তি রায় সহ সরকারের একই পদমর্যাদার ১৯৪ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া শ্রাবস্তি রায় বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব (উপসচিব) পদে দায়িত্ব পালন করছেন। শ্রাবস্তি রায় কক্সবাজারের ডিডিএলজি, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জামালপুরের জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন সদস্য।