আবুল কালাম, চট্টগ্রাম

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা চাক্তাইয়ে সেমাই তৈরির কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনসহ বিভিন্ন অপরাধের কারণে এসব প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে চাক্তাই এলাকার মোস্তফা সেমাই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, “মোস্তফা কারখানায় গিয়ে দেখি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন চলছে। সেমাই তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া গেছে। নামিদামি প্রতিষ্ঠান হলেও পণ্য উৎপাদনে তারা অবহেলা করছে। এ কারণে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোর অপরাধে রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।