সংবাদ বিজ্ঞপ্তি:
১৪৪৬ হিজরি সনের ককসবাজার জেলা সাদাকাতুল ফিতর এর হার জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৩ মার্চ বিকেল ৩টায় শহরের একটি কন্ফারেন্স কক্ষে জেলা সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়
সভায় সভাপতিত্ব করেন ককসবাজার জেলা সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও ককসবাজার ইমাম পরিষদের সভাপতি ককসবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে,ইসলামি শরীয়াহ মতে আটা,যব,কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরাহ প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরাহ আদায় করলে অর্ধ সা’ বা ১কেজী ৬শ ৫০ গ্রাম বা বাজার মূল্য ৮৫ টাকা ফিতরাহ প্রদান করতে হবে।
খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ গ্রাম বা এর বাজার মূল্য ৮২৫ টাকা ফিতরাহ প্রদান করতে হবে।
কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ গ্রাম বা এর বাজার মূল্য ২০০০ টাকা ফিতরাহ প্রদান করতে হবে।
ককসবাজার শহরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরাহ নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
ককসবাজার ইমাম পরিষদ এর সাধারণ সম্পাদক, লালদিঘী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বায়তুস সালাত [ গোলচক্কর জামে মসজিদ ] জামে মসজিদের ইমাম ও খতীব, ককসবাজার ইমাম পরিষদ এর সহ সভাপতি মাওলানা মুফতি নুরুল আমিন, পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মূফতী আবু মুসা, বিমান বন্দর জামে মসজিদের ইমাম ও খতীব, ইমাম পরিষদ এর অর্থ সম্পাদক মাওলানা আতাউল করীম, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের পেশ ইমাম, পরিষদের সদস্য মাওলানা হাফেজ আবদুল কায়্যুম, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহাম্মদ জুনাইদ, বিশিষ্ট ক্বারী ইমাম ও খতীব, ইমাম পরিষদ এর সদস্য মাওলানা ক্বারী অলি উল্যাহ, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি ইমদাদুল্লাহ, উমিদিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুজিবুল্লাহ, পেশকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রূহুল মতীন, বিশিষ্ট ইমাম মাওলানা শফিউল আলম, মাওলানা ছৈয়দুল আমিন ও মাওলানা নোমান প্রমুখ
বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য হিসেবে যাকাত এর নেসাব
প্রতিভরি রূপা ১৪০০× ৫২.৫ =৭৫০০০ পাঁচাত্তর হাজার টাকা
যাদের ৭৫০০০ হাজার টাকা জমা থাকবে তাদের হিসাব করে নিজ নিজ যাকাত আদায় করতে হবে।