অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর এবার ওয়ানডেকেও বিদায় বললেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মাহমুদউল্লাহ। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, “সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।”

মাহমুদউল্লাহ আরও লেখেন, “আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকে আমার কোচ ও পরামর্শদাতা ছিলেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য আমার স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি, লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।”

তিনি আরও লেখেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।”

গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকায় মাহমুদউল্লাহর নাম থাকলেও পরে নিজেই তা প্রত্যাহার করেন। ধারণা করা হচ্ছিল, এটাই তার বিদায়ের ইঙ্গিত। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

চুক্তিতে তার অনুরোধে বিসিবি মেয়াদ রেখেছিল মাত্র ২ মাস (জানুয়ারি ও ফেব্রুয়ারি)। অর্থাৎ, মার্চ থেকে আর কেন্দ্রীয় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।