ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই ব্যক্তিকে ফেরত দিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে, বিএসএফ সদস্যরা জানান, দু’জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয়েছিল। তাদের যাচাই-বাছাই শেষে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ফেরত দেওয়া হয়।

আটক দু’জন হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার শ্রী শ্যামল (৬৬) এবং রতন সরকার (৫৮)।

ফেরত দেওয়ার পর রাতে তাদের মহেশপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।