ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ) রাত বারোটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।
প্রথমে রাত বারোটার দিকে কবি সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। এরপর আশপাশের হল থেকে শিক্ষার্থীরা একে একে এসে আন্দোলনে যোগ দেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’ ইত্যাদি স্লোগান দেন।
রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১টা ১০ মিনিট) শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।