অনলাইন ডেস্ক:
ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর পল্টন ও বিজয়নগর এলাকায় এই মিছিল শুরু হয়।
জুমার নামাজ শেষে পল্টন এলাকা থেকে মিছিল শুরু হলে, বিজয়নগরের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিলটি। প্রায় ১৫ মিনিট মিছিল চলার পর পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে।
কিছুক্ষণ পর সংগঠনের কর্মীরা পুনরায় একত্রিত হয়ে মিছিল চালানোর চেষ্টা করলে, পুলিশ আবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এ সময় হিজবুত তাহরীরের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।
এর আগে, শুক্রবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে এক বার্তায় জানানো হয়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার বা লিফলেট বিতরণসহ যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘনের শামিল হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনি যদি আরও পরিবর্তন চান বা নতুন কোনো দিক সংযোজন করতে চান, জানাবেন! ✍️