হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেনকে হয়রানি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।
৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে কুতুবজোম আল কুরআন একাডেমিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা জানান, শাহাদাত হোসেন ও তাহমিদ নামের এক আত্মীয়ের মধ্যে জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে, যা দেওয়ানি আদালতে বিচারাধীন। অথচ, কিছু ব্যক্তি ‘সমন্বয়ক’ পরিচয়ে প্রশাসন ও গণমাধ্যমকে বিভ্রান্ত করতে শাহাদাত হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
বক্তারা আরও বলেন, শাহাদাত হোসেন একজন দানবীর ও সমাজসেবক, যিনি অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা দিয়ে আসছেন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে আসছেন। তার বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শফি, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম, খোন্দকারপাড়া জামে মসজিদের সাবেক খতিব মাওলানা খাজা আহমেদ, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য রাহমত উল্লাহ, ব্যবসায়ী হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।