আব্দুস সালাম, টেকনাফ প্রতিনিধি;
টেকনাফে যৌথ অভিযান চালিয়ে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা আবুল খায়ের (৩১) ও তার সহযোগী কোহিনুর আক্তার (২৮), যিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বুধবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়েরের অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে এবং জলাশয়ে ঝাঁপ দেয়। তবে বাহিনীর সদস্যরা দ্রুত তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকায় আরেকটি আস্তানায় অভিযান চালানো হয়, সেখান থেকে এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানস্থল তল্লাশি চালিয়ে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি গিয়াস উদ্দিন আরও জানান, গ্রেপ্তার আবুল খায়ের একজন চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আটটির বেশি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।