সিবিএন:

বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’-এ নাটক বিভাগে পুরস্কার পেলেন কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন ভট্টাচার্য্য। তার ‘পথনাটকগুচ্ছ’ পাণ্ডুলিপির জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।

দেশ পাবলিকেশন্সের আয়োজনে প্রতি বছরের মতো এবারও প্রদান করা হয়েছে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’। এ লক্ষ্যে আহ্বান করা পাণ্ডুলিপিগুলোর মধ্যে ২ শতাধিক জমা পড়ে। জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে ১০টি বিষয়ের জন্য দুই প্রজন্মের ২০ জন লেখককে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। নাটক বিভাগে ‘পথনাটকগুচ্ছ’ পাণ্ডুলিপির জন্য স্বপন ভট্টাচার্য্য ও ‘বুক পকেটে জীবন ও অন্যান্য নাটক’ পাণ্ডুলিপির জন্য আহমেদ তাওকীরকে পুরস্কৃত করা হয়।

এই স্বীকৃতির মাধ্যমে নাট্যসাহিত্যে স্বপন ভট্টাচার্য্যের অবদান নতুন মাত্রা পেল। কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে তিনি নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই অর্জন নাট্যপ্রেমীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এ বছর পুরস্কারের জন্য বিভিন্ন শাখায় মনোনীত হয়েছেন ২০ গুণীজন। বিজ্ঞপ্তিতে একজন করে দেওয়ার কথা উল্লেখ থাকলেও পরে ১০টি বিষয়ে ২০ গুণীজনকে পুরস্কার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কর্তৃপক্ষ। দেশ পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হবে উপন্যাস, ছোটগল্প, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ, অনুবাদ, থ্রিলার উপন্যাস, নাটক ও কিশোর উপন্যাস, শিশুতোষ গল্প এবং ছড়া বিভাগে।

পুরস্কারপ্রাপ্ত গুণীজন হলেন- কবিতায় ‘অর্ধশতদল’ পাণ্ডুলিপির জন্য কবি রহমান হেনরী। ‘হাতিমের শহর’ পাণ্ডুলিপির জন্য ফেরদৌস মাহমুদ। প্রবন্ধে ‘কবিতা নিয়ে আলাপ’র জন্য তারেক রেজা, ‘কথাসাহিত্যে আন্তর্জাতিকতা’র জন্য শাহমুব জুয়েল। উপন্যাস ‘বাউল’র জন্য সৈয়দা আঁখি হক, ‘হেরেমের আধেক চাঁদ’র জন্য মাইনুল ইসলাম মানিক। ছোটগল্প ‘পরিযায়ী প্রাণ’র জন্য রুমা বসু, ‘বেনাপোল এক্সপ্রেস’র জন্য নূরে জান্নাত। গবেষণায় ‘গোয়ালগ্রাম গণহত্যা’র জন্য ইমাম মেহেদী এবং ‘চল্লিশের দশকের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি’র জন্য বঙ্গ রাখাল। অনুবাদ সাহিত্যে সোহরাব সুমন ও সাদিয়া ইসলাম বৃষ্টি। থ্রিলার উপন্যাসে ‘কাজলরেখা রহস্য’র জন্য বিশ্বজিৎ দাস, ‘পরীতমা’র জন্য ফরিদুল ইসলাম নির্জন। নাটকে ‘পথনাটকগুচ্ছ’র জন্য স্বপন ভট্টাচার্য্য, ‘বুক পকেটে জীবন ও অন্যান্য নাটক’র জন্য আহমেদ তাওকীর। কিশোর উপন্যাস ‘কুটিচাচার গোয়েন্দা অভিযান’র জন্য দীপু মাহমুদ ও ছোটগল্প ‘স্কুলে জাদুকর এসেছিল’র জন্য নুরুল ইসলাম বাবুল। ছড়া উপন্যাসে ‘লাল বক সাদা বক’র জন্য মাসুম আওয়াল। ছড়ার পাণ্ডুলিপি ‘আলোর পাখি নাম জোনাকি’র জন্য দেওয়ান বাদল।