নিজস্ব প্রতিবদেক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ পাঁচটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা ও ২টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিন ব্যাপী ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

জানা যায়, লোহাগাড়া উপজেলার চরম্বা মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (NBK) ও মেসার্স মা ব্রিকস ম্যানুঃ (MAB) ইটভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া চরম্বার মেসার্স শাহ আমানত ব্রিকস (SMB) ৫ লাখ টাকা, মেসার্স পদ্মা ব্রিকস ম্যানু (PBM) ৭ লাখ টাকা, মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ (KBM) ৫ লাখ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ (MBM) ৫ লাখ টাকা জরিমানা করা হয় ও মেসার্স এএইচ ব্রিকস ইটাভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন বলেন, লোহাগাড়ার চরম্বা এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই এসব ইটভাটা প্রস্তুত করে আসছিল। সরকারি কর সহ নানা অভিযোগ রয়েছে এসব ইটভাটার বিরুদ্ধে। ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ড প্রদান করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লোহাগাড়া স্টেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।