লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলার আধুনগর দক্ষিণ হরিণা মনছুর আলী সিকদার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ মফিজুর রহমান।
তিনি বলেন, আগুনে আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যেই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তিন সন্তানের ব্যবহারের জিনিসপত্র, একটি মোটরসাইকেল, স্বার্ণলঙ্কার ও নগদ টাকা পুড়ে গেছে। নগদ আড়াই লক্ষাধিক ফোঁড়া টাকা উদ্ধার করা হয়। ৪ পরিবারের ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই গ্রামের মফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম সোহরাব হোসেন রাসেল, ফয়েজুল আজাদ ও আজিজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন অফিসার মো. রুবেল মিয়া বলেন, ঘটনার পেয়ে ঘটনাস্থল গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারের ভাষ্যমতে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
